বন্ধু আমার দিনদুনিয়ার ধন’রে।
তোরে দেখলে জুড়ায় জীবন-আমার
না দেখলে মরণ রে।।
যে দিন হইতে বন্ধুহারা
জীয়ন্তে হইলাম মরা গো,
আমার দুই নয়নে বহে ধারা
হইল না বারণ রে।।
আসল না গো প্রাণ থাকিতে
চিতার অনল জ্বলে চিত্তে গো,
আমায় ঠেকাইয়া দারুণ-পিরিতে
করলো না স্মরণ রে।।
দারুণ-বিধি হইল বাদী
হারাইলাম শ্যাম নিধি গো,
উকিলেরই নিরবধি
সার হইল কান্দন রে।।