ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

তুই আমারে ফেলে যাবি-রে
বন্ধু এতো দূরে নিয়া
জানলে কি আর করতাম তোরে বিয়া।।

কত কথা কইলি বন্ধুরে
বুকের ওপর শুইয়া
আমার যৌবন কলি ফুটাইলি-রে বন্ধু
মাথার কিরা দিয়া
জানলে কি আর করতাম তোরে বিয়া।।

মালা দিবার কথা ছিলো-রে বন্ধু
দিলি শুধু জ্বালা
তোর মুখের ননি খাওয়াই-রে বন্ধু
মারলি কনি দিয়া
জানলে কি আর করতাম তোরে বিয়া।।

সাথী হারা পাখি কান্দে – রে বন্ধু
বন জঙ্গলে গিয়া
ও সে ডাল ছাড়িয়া ডালে ধরে-রে বন্ধু
খালি ডাল পাইয়া
জানলে কি আর করতাম তোরে বিয়া।।

পর লইয়া ঘর করিরে বন্ধু
মন তোরে দিয়া
তোর পিঁড়িতের দায়ে
মারে বাবায়-রে বন্ধু
তোর কথা কইয়া
জানলে কি আর করতাম তোরে বিয়া।।

দিন যায় আমার যেমন তেমন-রে বন্ধু
রাত্র আসে কাল হইয়া
মাতাল রাজ্জাকে কয়
যাই পালাইয়া-রে বন্ধু
মরার গান বাজনা থুইয়া
জানলে কি আর করতাম তোরে বিয়া।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!