বিধি যার কর্মে যা লিখেছেন রে, ও-রে দু:খ কাঁদলে যায় না।
দু:খ পোয়ে যায় বন্ধুর বাড়ি, বন্ধু ডাকলে কথা কয় না।।
দু:খীজনা ব্যাপার করে দু:খের ডালি মাথায় করে
যায় সে ভবের হাটে, সুখি জনা দর করে না দর করে না
দর করে দু:খীজনা।।
কেহ থাকে দালান কোঠায় কেহ থাকে বৃক্ষ তলায়
যায় দিন যে হালে যায়, কেউ সুখ সাগরে সাঁতার খেলে
কেউ কাঁদিয়া কূল পায় না।।
সীতা হলের জগৎ লক্ষী, শ্রীরামচন্দ্র যাহার পতি
হয় জগত গতি চৌদ্দ বৎসর পঞ্চবটী বনে
হলো দৈবের ঘটনা।।