তোরা দেখলো সখি দেখলে আয়
বন্ধু ফিরে এল নদিয়ায়।।
সখি গো
মনো প্রান দিয়েছি যারে
অনেক দিন দেখি না তারে
ভুলে গেছে বুঝি মোরে বন্ধুয়ায়
আমার বুক চিরিয়া দেখে যা
তোরা দাগ লেগেছে কলিজায়
বন্ধু ফিরে এল নদিয়ায়।।
সখি গো
আখি জলে গাঁথি মালা
তোরা নিয়ে পরা বন্ধুর গলা
দেখ বন্ধুরে কেমন দেখা যায়
আমার প্রাণ বুলবুল ননির পুতুল
গিয়ে ছিল মথুরায়
বন্ধু ফিরে এল নদিয়ায়।।
সখি গো
তার বাকাঁ হাতের বাকাঁ বাশরি
আহা কিরূপ মরিমরি
সুর তুলে সই যখন যমুনায়
উতাল পাতাল যমুনার জল
অমনি শীতল হয়ে যায়
বন্ধু ফিরে এল নদিয়ায়।।
সখি গো
যে দেখেছে রুপের কিরণ
ভয় করে না জীবন মরণ
এমনি বরণ আমার সোনা বন্ধুয়ায়
মাতাল রাজ্জাকে কয় পাইলে
একদিন করি না কলংকের ভয়
বন্ধু ফিরে এল নদিয়ায় ।।