বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি
বন্ধুরে জন্মে জন্মে দাসী করি রাকবায়নি আমারে।।
কপালের তিলক তুমি রে বন্ধু নয়নের অঞ্জন
পরানের পরান তুমি ভুবন মোহন বন্ধুরে।
অগতির গতি তুমি রে বন্ধু চাঁদ মুখে শুনি
অগতি করিল মোরে নীলকান্ত মণি বন্ধুরে।।
আমার বলতে আর কেহ নাইরে বন্ধু গৌরচালেদ বলে
দয়াময়, শ্ৰীরাধারমণরে রাইখ ও চরণতলে।