বরজখ ধিয়ান যাহাতে
চল যাই বেলায়েতে।।
এলমে লাদুন্নী জারী, রেখেছে করে পুসিদাতে,
সে ভেদ জানে শরায়, ভেদ খুলে দেয়, ছিল আরেফের ছিনাতে।।
আরেফ যে জনা মজাহাব রাখে না, বেখুদী পিয়ালা সাথে,
আশেক জোরে মাশুক ঘুরায়, রাখে সদা নয়নেতে।।
আরেফের মনের কথা, কেরাবন কাতবিন জানে না তা,
দুদ্দু ভাবে সদায়, লালন সা কয়, হাসেল কর মরফতে।।