(তাল-কহরাবা)
তত্ত্ব বলব কিরে তায়
গুহ্যমূলে চতুর্দ্দলে জীবাত্মা সে রয়।
তার আকার হল রক্ত বর্ণ, ভার বহন তার জল কাজ হয়।।
১। আরও শুন বলিরে তাই, তত্ত্বের বাণী,
ভূতাত্মা সে লিঙ্গ মুলে শাস্ত্রেতে জানি।
আছে হরিতাল বর্ণ তাহার, ষড়দলে রয় সদায়।।
২। পরম আত্মা নাভিতে রয়, দশম দলেতে,
আকার হয় তার বিদ্যুৎ বর্ণ, কর্ম্ম বায়ূতে।
আছে আত্মারাম বক্ষস্থলে, দ্বাদশদল বসত আশ্রয়।।
৩। চন্দ্র বর্ণ আকার হয় তার, আহার হরি কথা,
হাস্য হয়ে সদা থাকে, আনন্দ যথা,
প্রেমানন্দ অপার থাকে বিভোর, তিনি যে আনন্দময়।।
৪। কণ্ঠস্বথলে ষোড়শ দলে, আত্মা রামেশ্বর,
আকার হয় তার সূর্য্য বর্ণ হরি কথা সার
আছে বুদ্ধি জ্ঞান, রস আস্বাদন, হরি ভজন সর্ব্বদায়।।
৫। মস্তকেতে দ্বিদল পদ্ম, সহস্র আরে,
পরম আত্মা রয় তাহার নাম, মহাজন ধরে।
হরি গোসাইর বাণী, তত্ত্বখানি, শুনরে দীনা দুরাশয়।।
………………………………….
তত্ত্ব গীতি
রাগিনী-জয় জিয়ালই