বলরে বলাই তোদের ধরণ
বলরে বলাই তোদের ধরণ কেমন হারে।
তোরা বলিস সব রাখাল ঈশ্বর গোপাল
সেই গোপালকে মানিস কৈ রে।।
বনে যেয়ে বনফল পাও
এঁটো করে গোপালকে দাও,
তোদের এ কেমন ধর্ম, বল সেই মর্ম
আজ আমারে।।
আমারে বোঝারে বলাই
তোদের তো সেই ভাব দেখি নাই,
তোরা ঈশ্বর বলিস যার, কাঁধে চড়িস তার
কোন বিচারে।।
গোষ্ঠে গোপাল যে দুঃখ পায়
কেঁদে কেঁদে বলে আমায়,
লালন বলে তার, ভাব বুঝা ভার
এ সংসারে।।
বলরে বলাই তোদের ধরণ-
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….