সই গো, বলিয়া দে আমায়–
দিবা নিশি ঝুরিয়া মারি কালিয়া সোনার দায়।।
কলসী লইয়া গো রাধে
যেই দিগেতে চায়–
সোনা বন্ধের গায়।।
কদমডালে বইয়া গো বন্ধে
বাঁশিটি বাজায়–
কদমফুল ঝরিয়া পড়ে
সোনা বন্ধের গায়।
ভাইবে রাধারমণ গো বলে–
মইলাম পরার দায়
এগো, পর কি আপনা হয়
ছাল্লাত বুঝা যায়।।