বল গো বল গো সই কোন বা দেশে যাই।
কোনবা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই।
আরত চাইনা প্ৰাণবন্ধেরে হৃদে দিলাম ঠাঁই
বন্ধে দিল আশা ভাঙ্গল বাসা এমন প্রেমের কাজ নাই।।
বিচিত্র পালঙ্কের মাঝে শুইয়া নিদ্রা যাই—
শুইলে স্বপন দেখি শ্যাম লইয়া বেড়াই।।
নিতি নিতি ফুলের মালা জলেতে ভাসাই।
আইল না প্ৰাণবন্ধু কার গলে পরাই।।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি রাই।
পাইলে শ্যামরে ধরব গলে ছাড়াছড়ি নাই।।