বল ধর প্রাকটিস করো
মন মোহন গোলকিপার
দেহ মাঠে বল খেলতে চাও
মন আমার, মন-রে।।
আছে দশ ইন্দ্রিয় দশ তারা
আরো ছয় বিজাতীরা
ঐ মাঠে খেলিবি যারা
হইয়া বিশ্ব খেলোয়াড়
খেলতে চাও মন গোপীবজন
গায়ে পড়ে গেওরা বসন
অধিনায়ক পাগলা মদন
পাগলামী করবেনা আর
দেহ মাঠে বল খেলতে চাও
মন আমার, মন-রে।।
প্রেমানন্দ খেলে ভালা
তারে নিয়া সেন্টারে ফালা
খেলতে চাও সুন্দর খেলা
দিয়া অস্ট অলংকার
বেগ দিয়া চৈতান্য দাসে
থাকলে গোলির আশেপাশে
শত সখি মন উল্লাসে
নাচবে রাসে চমৎকার
দেহ মাঠে বল খেলতে চাও
মন আমার, মন-রে।।
অফসাইড ফাউল হইলে
বল পাবে বিরোধী দলে
গোল দিতে না পারিলে ও
বলটাকে করবে কর্নার
লাগবে দোনো দলে ঠেলাঠেলি
জ্ঞান হারায়ে পড়বে গোলী
রাহু খাবে চন্দ্র গিলি
চমক পাইয়া আলেয়ার
দেহ মাঠে বল খেলতে চাও
মন আমার, মন-রে।।
রেফারি ভারপ্রাপ্ত কানাই মিত্র
যার কাছে ঐ খেলার তত্ত্ব
দেখাইতে ভাব মান মিত্র
বাঁশি বাজায় যমুনার পার
জটিলা কটিল ঘরে
জোর করে মাঠের উপরে
হলুদ কার্ড দেখাইয়া তারে
হইয়া লও সব অধিকার
দেহ মাঠে বল খেলতে চাও
মন আমার, মন-রে।।
এমন সুন্দর মাঠ দেখিতে ঘোলাই
এত খেলেও স্বাদ মিটে নাই
কোমর ভাঙ্গলাম ছালবাকলা নাই
তবু মন চায় খেলাইবার
কত জোয়ান খেলতে গিয়া
হাটু কোমর মাজা খাইয়া
মাতাল রাজ্জাক তাই দেখিয়া
খেলা থুইয়া নমস্কার
দেহ মাঠে বল খেলতে চাও
মন আমার, মন-রে ।।