বল মা আমি দাঁড়াই কোথা
আমার কেহ নাই শঙ্করী হেথা,
বল মা আমি দাঁড়াই কোথা।
মা’র সোহাগে বাপের আদর
এ দৃষ্টান্ত যথা-তথা,
যে বাপ বিমাতাকে ধরে
এমন বাপের ভরসা বৃথা।
তুমি না করিলে কৃপা
যাব কি বিমাতা যথা,
যদি বিমাতা আমায় করেন কোলে
দেখা নাই আর হেথা সেথা।
প্রসাদ বলে, এই কথা মা
বেদাগমে আছে গাথা,
ও মা যেজন তোমার নাম করে
তার হাড়মালা আর ঝুলি-কাঁথা।
[শ্যামা সংগীত]