(রাগিণী লুম্ খাম্বাজ-তাল কাওয়ালী)
চল চল চল, বসে থাকা ভাল নয়।
যাই যাই যাই, যেতে হবে তা নিশ্চয়।।
শুধু আসা যাওয়া, ফিরে ফিরে চাওয়া,
আঁখির ফাঁকিতে মুগ্ধ সমুদয়।।
দিতে আঁখির বাকি, সাধ্য নাহি দেখি,
কবির প্রাণ পাখি কত কিছু কয়।।
শুধু চখেরি নিশাতে, শুধু মনেরি আশাতে,
ঘুরে ফিরে বারে বারে, এ যাতনা পেতে হয়।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত