বহু যত্ন করে মনকে বুঝালাম
মন কেন আমার বোঝে না,
মন থেকে আমার ঘরে কত কৃত্তি করে
তবু মনের আশা মেটে না।।
মনকে বলি মন সাধুসঙ্গে চলো
সাধুসঙ্গ হলে দেখবি জ্ঞানের আলো,
মন বলে আমার অন্ধকার ভাল
সেথা যাওয়া আমার হল না।।
মন কে বলি মন বলো হরি হরি
অন্তিমকালে যাবে ভবো সিন্ধু পাড়ি,
মন বলে আমি নাটক নভেল পড়ি
হরি বলা আমার হল না।।
মন কে বলি মন অনিত্য সংসার
যাহা দেখ সবই মায়ার অধিকার,
মন বলে শুধু আমার আমার
আমার বলা আর ফুরায় না।।
গোশাই বলে ভবা একিরে তোর মন
তত্ত্ব কথায় কেন হলিরে বেস্মরণ,
বলে এলি ভবে ভজব গুরুর চরণ
এ থায় এসে কেন ভজলি না।।