(তাল – ঠুংরী)
বহু যুগ পরে এল দয়াল হরিচাঁন
হরি এসে ভবে, সর্ব্বজীবে, রক্ষা কর প্রাণ।
১। তুই দেখ ভেবে মনে, এ তিন ভুবনে,
এমন পরম বান্ধব নাই আর, হরি বিনে।
একবার ডাক তারে, প্রেম ভরে,
তবে পাবি পরিত্রাণ।।
২। রাজা অম্বরিসের ছেলে, আয়ু দশ বৎসর ছিল,
অযুত বৎসর আয়ু পেল, হরি নামের বলে।
লয়ে প্রজাগনে প্রাণ – প্রণে,
করে হরিনাম গান।
৩। তার এক বৎসর পরে, হরি দেখা দেয় তারে,
যম অধিকার ঘুচে গেল, হরির দয়া জোরে।
ঘুচায় কর্ম্ম বন্ধন, সেই হরি ধন,
হরি রাখে ভক্তের প্রান।।
৪। যুগে যুগে অবতার, করে জীবেরি উদ্ধার,
প্রেম-ভক্তি-ধন রসিক যে জন, তারে করে পার।
মুখে বলে হরি, নাই তার দেরি
হরি ঘুচায় তার নিদান।।
৫। হরি গোসাই কয় এবার, মিছে এ সংসার,
করগে দেহ ভুমি আবাদ, জ্ঞানে অস্ত্র ধর।
দীনা হরির প্রতি, রাখিস মতি,
হরি করবে প্রেম দান।।
……………………….
রাগিনী – মঞ্জারাসাই