গত নিশি আমার ছাড়িয়া বন্ধু, ছিলে কার বাসে
এ-বেম তোমার কেবা সাজাইছে,
আজ বাঁকা মদন মোহন
তোমার পীতধড়া কে নিয়াছে।।
আমারে ছাড়িয়া বন্ধু ছিলে পরম সুখে
কঠিন কাঁকনের আঘাত কে মেরেছে বুকে,
আবার কোন সোহাগী সোহাগ মেখে
তোমার কপালে সিন্দুর দিয়াছে।।
তুমি আমার কেলে সোনা, আমি সদাই রাখি বুকে
কার কুঞ্জে ছিলে বন্ধু কেবা যতন করে,
কোন সোহাগী মেয়ে পেয়ে
তোমার প্রেম পিপাসা মিটাইয়েছে।।
তুমিত হৃদয়ের বন্ধু হৃদয়েতে তাক
অঙ্গে অঙ্গে মিলায়ে, বুক চিরে দু:খ দেখ,
বাণী কান্ত বলে এমন সুখের
সময় দাগ লাগাইছে।।