(আমি) কাইন্দা কি পামুরে তাঁরে।
(সে যে) হাসি কাঁন্নার ধার ধারে না
বাঁধা পড়ে ভক্তি ডোরে।।
বাইরে কান্দে কত জনা
অন্তরেতে কেউ কান্দে না রে,
কেহ তার নাগাল পায় না
পিছে পিছে সদাই ঘোরে।।
ভক্তি, শক্তি নাহি জানি
কাইন্দা করলাম আঠু পানি রে,
দয়া কর, মা ভবাণী
ভবা কয় এই অভাগারে।।