বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
বাঁশিরে ডাকে কমলিনী রাই।।
নেও আমার শিঙ্গা বেণু তোমরা সবে চরাও ধেনু
আমি তার অন্বেষণে যাই।
যে রাধার কারণে আমি ধেনু চরাই বনে ভ্ৰমি
যার চরণে বিনামূলে বিকাই।
উম্মাদ হইয়া আমি ছাড়ি আইলাম বাপ ভাই
এখন দেখি দুই কুল নাই।
রমণ কয় শুনো হরি চরণে বিনয় করি
বিকাইলে কি তোমার দেখা পাই।