রহমান মাওলা বাঁশি বাজাইলো
বাঁশির সুরে জগৎ পাগল বানাইল।।
বাজায় বাঁশি মাইজভান্ডারে
ও তার শব্দ শুনি হৃদয়পুরে,
কত জনায় সুখের সংসার ছাড়িল
বাঁশির সুরে জগৎ পাগল বানাইল।।
দায় হল মোর ঘরে থাকা
কুল নারীর কুল রাখা,
বিষের কাঁটা আমার বুকে বিঁধিল
বাঁশির সুরে জগৎ পাগল বানাইল।।
আমি কি আমার আছি
মরার আগে মরে গেছি,
সুরের আমারে মন হরিল
বাঁশির সুরে জগৎ পাগল বানাইল।।
গফুর হালীর বিষয় জ্বালা
জ্বালাই জ্বালাই অঙ্গ কালা,
এই জনমে মাওলার দয়া না হইল
বাঁশির সুরে জগৎ পাগল বানাইল।।