বাঁশি বাজবে নি গো আর
শ্রী যমুনার পার
যে বাঁশিতে মন নিয়াছে
আমি রাধিকার।।
মান ভাঙ্গা গান গাইতে কলি
মুখে দিয়া মধুর হাসি
ঐ বাঁশিতে ঘাটে আসি
মান ভাংত আমার
আমি রাধিকার।।
বাঁশির সুরে উঠতো গিয়ে
কাল বৈশাখী ঝড়
ভরা জলে হারাইতাম
আমি রাধার ই অন্তর
মায়া বেড়ী তেজ্জ করি
কৃষ্ণ অংগে ধরতাম পাড়ি
হইত জয় গোবিন্দ, জয় হরি
কাণ্ডারি নৌকার
আমি রাধিকার।।
যে পথে চলিয়া যাইতো
চলন বাকা দিয়া
ঐ পথে দাড়াইয়া থাকতাম
তিলক চন্দন লইয়া
এতো আশা দিয়া বুকে
সে যদি লুকাইয়া থাকে
প্রেম করিয়া মাতাল রাজ্জাকে
কান্দন হইলো সার
আমি রাধিকার।।