বাওহা মজার জমিখানি দেখতে চমৎকার
জমিখানি দেখতে ভালো, মধ্যে আছে বিষশ গোলও
হায় কি মরি হায়।
চান্দে চান্দে মাসে মাসে, সেই জমিনে আসে জোয়ার,
সে যোগের সময় জোয়ার বয়-
কত জনের মল হারায়।
বিধির লীলা বুঝতে পারে সাধ্য কার-
সে সম-যোগে অনুরাগে, দৈবী-জমির হয় পত্তন।
সেই জমিনেরই কতজনের হাবুডুবু খায়,
অজ্ঞানী হইলা যারা
মাথায় হাত দিয়া কান্দে তারা
-এমন কি করি উপায়,
এই বেলা মুরশিদ ধরে উপায় কর
মদন রাজার দফা সার,
ও ছয় বলদ ‘খ্যান তরীতে’
ভাব রে মন সেই বাতে।
ধার চিনিয়া ধারার খবর ঠিক করা;
নইলে পড়বি মারা-সকালে কাজ সার
ও রসিক যারা জানে তারা, কোন জাগায় সেই কল
কল-কৌশলে ঠকঠকায়ে ভক্তির লাঙ্গল জোঙ্গল আইলে
ও সেই ছয় বলদের ঘারেড় দাও লাঙ্গল
ছয় বলদে করবে নারা
পিষ্যে মার ভক্তির কোড়া,
কোড়া খেয়ে ঠিক হবে
ও দীন পাগল কানাই বলে-
এবার টানে দোপে চাষ করে
ঢেঁপা মার, ঢেউ চিনে।।
:: মুরশিদী