(রাগিণী ঝিঁঝিট-তাল আড়াঠেকা)
বাজরে বাজারে বীণে
তারে তারে মিশাইয়ে তার, সুতান তোল তানে তানে।।
সে তারে মিশিলে তার, দেখতে পাবি চমৎকার
অপরূপ রূপের ছবি, খেলবে রে তোর দুনয়নে।।
হৃদয় তারে মন বীণা, হরি ব্রহ্ম নাম জপ না,
দু:খ যেয়ে সুখ উপজিবে, আনন্দ খেলিবে প্রাণে।।
তারে তারে ধরলে জিল, ঘুচিবে মুশকিল,
তারের খবর আসবে তারে, শুনতে পাবি ক্ষণে ক্ষণে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত