(তাল-ঝুলুন)
বাজে কথায় দিন ফুরালি,
গুরু কেন ভজলি না।
যদি গোনার দিনের এক দিন কমে,
সেদিন তো আর পাবি না।।
১। বৃথা কাজে কাটালি দিন,
কু-কর্ম্মে হও কালের অধীন।
অসৎ কথায় হয়ে প্রবীন
গুরু কর্ম্ম করলি না।।
২। সৎসঙ্গ ভিতরে গিয়ে,
সৎ কথায় কেন মন না দিয়ে।
জংলী কথায় মত্ত হয়ে,
সৎ উপদেশ শুনলি না।।
৩। যদি যাও নাম সংকীর্ত্তনে,
মন দেও বাজে আলাপনে।
শুনতে দেও না অন্য জনে,
নিজেও তাই শুন না।।
৪। কু-ভক্ষনে হয়ে মত্ত,
সদা কর মন রাজত্ব-
সার করলিনে গুরু তত্ত্ব,
অন্তরে কু-ভাবনা।।
৫। হরি গোসাই বলে বারে বারে
দিন খুয়াসনে জুলুম করে।
যমের হাতে পড়লে পড়ে,
দীনা এড়াতে (আর) পারবি না।
………………….
রাগিনী-মহসালা