হজরতের নিশান জিয়া বাবাজান,
বাতেনি ধন দিল বাবা রহমান।
মাইজভান্ডারে হক মনজিলে
থাকিত বাবা খোদায়ী হালে,
কখনও কাঁদিত কখনও হাসিত
মরমে নুরানী চুরুতে ইনসান।।
ব্রহ্মাণ্ড জুড়িয়া করিত খেলা
ধ্যানে বসিয়া একা নিরালা,
স্বসীমে থাকিয়া বুঝি কেমনে
অসীমের সেই অসাধারণ জ্ঞান।।
প্রেম বাগানে ফুটেছিল ফুল
ডালপালা ভুবনে শূন্যে তার মূল,
করিলে ভক্তি জীবে পায় মুক্তি
ভান্ডারে আল্লার অপার অসীম দান।।
ভাগ্যবানে চিনিয়া লইল,
আমার মত যারা অন্ধ রইল,
গফুর হালী বলে দিবসে কাঁদিলে
তুমি কি দেখিবে পূর্ণমাসীর চাঁন।