হরি প্রেম সাগরে বান ডেকেছে ভাই,
এবার ঘুচলোরে দেশের বালাই, গেলরে ভবের বালাই।।
যত কুল মান ছিল, অকুলেতে ডুবিলো,
অভিমানের পাহাড় ভেঙ্গে উথলি উঠিল।।
কত কুলজার কুল ভেসে গেল, গেলরে কুলের বড়াই।।
যত ভক্ত বেহাল, হয়ে প্রেমরসে মাতাল,
ব্রহ্ম তালে, রূদ্র তালে, কেউ ধরেছে তাল।।
মাতাইলো আকাশ পাতাল জগতে কেউ বাকী নাই।।
দেখে প্রেমের তরঙ্গ, ঘুচলো কাম কলির রঙ্গ,
হরি ভক্তের নফর হয়ে নাচে অনঙ্গ।
কলি বাঞ্চে সাধুর রঙ্গ, রাজ্যধনে কার্য়্য নাই।।
যত যাগ য্ঞ্জ ছিল, তাহা অযোগ্য হল,
হরিণাম সংর্কীতন মহাযঞ্জে , সবে মাতিল।
যাহা পঞ্চজনার বাঞ্চাছিল, পুরাতে ছিল।।
গোঁসাই তারকচন্দ্র কয়, হল হরিচাঁদ উদয়,
অশ্বিনী তোর কিসের শঙ্খা, গেল ভব ভয়।
দয়াল মহানন্দ আছে সহায়, তিনি সেই দয়াল নিতাই।।