বাবা কাঙ্গাল দাঁড়াল দ্বারে, ভিক্ষা দিয়ে বিদায় কর।
(তোমার) ভান্ডারে নাই কিছুর অভাব ইচ্ছামত দিতে পার।।
একটি ভিক্ষা মাগি আমি, আমিত্বে কই আমি আমি।
আমিটি ঘুচায়ে তুমি, আমিরে চাই তুমি কর।।
স্থুতি নিন্দা ধনী দীনে, মানেতে আর অপমানে।
শত্রু মিত্র এক সমানে, হয় যেন জ্ঞান নিরন্তর।।
দ্বৈত ভাবটি নিয়ে কেড়ে, অদ্বৈত ভাব দেও আমারে।
রমেশ যেন এক চক্ষে হেরে, বিশ্বাসী জীব জড়।।