মোহেছেন আউলিয়া বাবা কি খেলা খেলে
লাখে লাখে ভক্ত নাচে আল্লাহু তালে,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু।।
ঝড় বৃষ্টি আষাঢ় মাসে
কেউবা যাই কেউবা আসে,
কেউবা করে নামের জিকির
মজনু হালে, লাখে লাখে ভক্ত নাচে।।
কারো সঙ্গে গরু ছাগল
কেউবা দৌঁড়ায় সোনার পাগল,
আতর গোলাপজল লইয়া
দরবারে চলে, লাখে লাখে ভক্ত।।
ফুলের মালা কারো হাতে
কেউবা ভক্তি ডালামাতে,
আউলিয়ার বয়স পাইতে
মোমবাত্তি জ্বালে, লাখে লাখে ভক্ত নাচে
গফুর পাগলা র্নিসম্বল
আছে কেবল নয়নের জল,
ভক্তের সাথে ডাক বসতি
দয়ার দার কূলে, লাখে লাখে ভক্ত নাচে।।