বারিযোগে বারিতলা খেলছে খেলা।
মনের খবর মন জানে না এ বড় আজব কারখানা
মত্তমদে জ্ঞান থাকে না হাত বাড়াই চাঁদ ধরবো বলে।।
সর্বশাস্ত্রে আছে ঠেকা মন নিয়ে সব লেখাজোখা
কোথায় মনের ঘর দরজা কোথায় সে মনের রাজা
বয়ে বেড়াই পুঁথির বোঝা আপনারে আপনি ভূলে।।
মনকমলে বাড়ে শশী জোয়ার ভাটা দিবানিশি
অমাবস্যায় পূর্ণমাসী সুধা বর্ষে রাশি রাশি
মনের উপর সব কারসাজি মন জানে না সেই রুপলীলে।।
বারি ভিয়ান যে করেছে গুরু কৃপা তাঁর হয়েছে
বহিছে কারন্য বারি তাহেরে অটল বিহারী
লালন বলে মরি মরি মনেরে বুঝাই কোন ছলে।।