বাসর ঘরে নবীন কিশোর বাঁশরিয়া বাজায় বাঁশি।
তার সুর যেন ওই দূর গগনে পবন সনে চলে ভাসি।।
সেই বাঁশির তান প্রাণে জাগে
যেন এগান শুনেছি আগে
তার সুর সোহাগে কুসুমবাগে-
চমকে সুষুমারাশি।।
সুরের মায়ায় স্বপনসুখে
যেন দোলন জাগে নদীর বুকে
হায়রে এ বাঁশি শোভে যার মুখে-
তার যে কেমন মুখের হাসি।।
তার বাঁশির সুর রসঘন
আমার সরস করলো প্রাণমন
আমার কেড়ে নিলো দনজন-
সাজাইলো বনবাসী।।
পাগল বিজয় বলে, মনরে ভোলা
সে সুর শুনে আর যায় না ভোলা
সেই বাঁশির সুরে পাগলভোলা-
ভুলে গেছে সোনার কাশি।।