বায়ুকাঁদা ঝাউয়ের বনে ভাদরের ভরা যৌবনে
নদীর কূলে অজানা প্রিয়া।
আমি প্রথম সেদিন দেখলাম তারে
অবেলায় ঘাটে গিয়া।।
দিনের রবি অস্তাচলে যায়
সোনালি রং চড়ায়ে সেই শ্যামলামেয়ের গায়
আমি পড়েছি তার রূপের মায়ায়-
বারের মাত্র দেখিয়া।।
তার মাথঅয় বাঁধা ফুলেলকবরী
আশা পথ চেয়ে আছে কার যেমন শবরি
তার ছুটিয়ে রূপেরলহরি-
ওঠে দুকূল চাপিয়া।।
মন হারানো বনবিহারিণী
গোপনে স্বপনপুরের এক অভিসারিণী
আছে নীরবে অভিমানিনী-
বুক ভরা দু:খ চাপিয়া।।
পাগল বিজয় কয়, মধু পূর্ণিমাতে
প্রথম যেদিন দেখা আমার হলো তার সাথে
আমার মন পরান তাহার হাতে-
সেই দিন দিলাম সপিয়া।।