দুঃখ কার কাছে জানাই
বিচ্ছেদের আগুনে অঙ্গ
পুড়ে হলো ছাই
পাইলে তারে প্রেমসাগরে
খেলতাম প্রেমের লাই।।
আপন জেনে প্রাণবন্ধুরে
বুকে দিলাম ঠাঁই,
দেখিলে জীবন বাঁচে
নইলে মরে যাই।।
শুইলে স্বপনে দেখি
জাগিয়া না পাই,
উদাসিনী হয়ে তখন
প্রাণবন্ধুর গান গাই।।
জীবের জীবন পরশরতন
প্রাণবন্ধু কানাই,
করিম বলে, না পাইলে
বাঁচার উপায় নাই।।