বিদায় কর গো উহার নামে
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই।
কাল গতনিশি রাখালরাজ ছিলি কোথায়।।
যমুনার জলে আমি চান করিতে যাবো না
মাথায় আছে কালো কেশ তাও তো রাখবো না,
কালো কাজল ভালো নয়, সে জনা নয়নে দেয়
কালসাপে দংশিলে বিষে অঙ্গ জ্বলে যায়।।
কালো কোকিলের ধ্বনি না শুনিব কর্ণে
ঘ্যানোর ঘ্যানের কথা না শুনিব শ্রবণে
যে দেবে অন্তরে ব্যথা সইবে না এ যুগের রাই।।
কালার সাথে প্রেম করে জনম গেলো কাঁদিতে
জন্মবধি অপরাধী হলাম কালীর পদেতে,
দেহ করলাম সমর্পণ, তবু পাইনে কালার মন
মান ভাঙ্গিতে মন ভেঙ্গে যায় লালন ভনে তাই।।
……………………………………………..
এই পদটি বেশ কিছু গ্রন্থে ফকির লালনের বলে উল্লেখ থাকলেও অনেকেই এর সাথে দ্বিমত পোষন করেন এটি লালন সাঁইজির রচিত কিনা।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….