কেনো বিদেশীরে মন সপিলাম।
আমি মইলাম ও আমি মইলাম।।
ভাসি আখি জলে, মনে আগুন জ্বলে
লোকে শুনিলে হইবে বদনাম,
তাই ঘোমটার ছলনায়, কান্দি নিরালায়
কেন পিরিতের নায়, আমি চড়িলাম।।
ইশারায় ডাকে, পাইয়া ফাঁকে
কথা কয় না মুখে আমি লাজে মরিলাম,
কলশি কাখে ছিলাম নদীর বাঁকে
অসময়ে নদীর ঘাটে কেন গেছিলাম।।
যায় যাক কুলো মান, তাতেবা কি লোকশান
যদি সোনার চান আমার বুকেতে পাইলাম,
থাকো যতোদূর কাছে নয় বিক্রমপুর
মাতালের ভাঙ্গা সুর তোমারে দিলাম।।