বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে।।
তোমায় ছাড়া রহিব কেমনে।।চি।।
এতদিন ছিলাম রে বন্ধু বড় কৌতূহলে
দিবানিশি কত খেলা খেলছি তোমার সনে।।
যাহা কিছু ছিল বন্ধু আমার বলিতে
সকলি দিয়াছি বন্ধু তোমার শ্রীচরণে।।
আমার মাথা খাও রে বন্ধু না ভুলো দাসীরে
পদে কিন্তু রেখে থাক যখন যেখানে।
তোমার বিরহ জ্বালারে বন্ধু ছাই করিল মোরে
রাধারমণ বলে জল ছাড়া মীন বাঁচিব কেমনে।