ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই।।
বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় গো।।
যমুনার ঐ কুলে বসি পুলিবনে বাজায় বাঁশি।
মনে লয় দেখিয়া আসি পাই কি নাহি পাই গো।।
মনের সুখে আনিব জল কৈ সে আমার কদমতলা
পাইলে রে তারে রাখব। ধৈরে যাই কি নাই যাই গো।।
সকল সখীর সঙ্গে যমুনায় চলিলা রঙ্গে
প্ৰেমাতরঙ্গে রসরঙ্গে রাধারমণ গায়।।