বিনতি করি কাতরে গৌরচান গুণমণি
একবার আইস আমারে জানিয়া দুখিনী।।
তোমার যুগলচরণ হৃদয় রাইকে জুড়ায় থাকে প্রাণী
গউর তুমি জগতের হরি
তুমি মা তরাইলে ভাব কেমনে তরি
কাঙালি জাইনে দয়া করে সাধন ভজন না জানি।।
গউর তুমি দয়াময় পাব। কিনা পাব চরণ
রাধারমণ বলে অগতির গতি তুমি
শুইনাছি নামের ধ্বনি।।