ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

বিনা পাগালে গড়িয়ে কাঁচি
করছো নাচানাচি,
ভেবেছো কামার বেটারে
ফাঁকিতে ফেলেছি।।

জানা যাবে এসব নাচন
কাঁচিতে কাটবে না যখন
কারে করবি দোষী;
বোঁচা অস্ত্র টেনে কেবল
মরছো মিছামিছি।।

পাগলের গোবধ আনন্দ
মন তোমার আজ সেহি ছন্দ
দেখে ধন্দ আছি;
নিজ মরণ পাগলে বোঝে
তাও তোমার নাই বুঝি।।

কেন রে মন এমন হলি
আপন ফাঁকে আপনি প’লি
তাও তো মহাখুশি;
সিরাজ সাঁই কয় লালন রে তোর
জ্ঞান হলো নৈরাশী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!