বিনয় কর মন বলি তোমায় শেষের ভাবো রে মন
দিন তা বৃথা যায়।।
যখন আসি ধরবে যমে তখন করবে কি উপায়
হা হুতাশে প্ৰাণ যাবে বলবে তখন হায় রে হায়
কুকর্মেতে মজে রইলে সদা রইলে কুআশায়
সেরা জনম বিফলে যায় শেষে ঠেকবে বিষম দায়।।
কি বলিয়া আইলে ভাবে কি কাজেতে জীবন যায়
কুব্জার বকুপরামর্শে কুকগজেতে দিনটি যায়
ভাইবে রাধারমণ বলে ধরি গুরুর রাঙ্গা পায়
অকুলে ডুবিছি আমি বঁচাও মোরে নিজ কৃপায়।