বিপদের কাণ্ডারি রে আমার কাঙ্গালের বান্ধবরে ঠাকুর
হরিচাঁদ মোর জীবনের জীবন।
আমার পরানের পরান তুমি নয়নের নয়ন।।
কতো ব্যথা-বেদন আমার অন্তর আছে ছেয়ে
সকল দু:খ জানাবো আমি তোমায় কাছে পেয়ে
তোমার পথ পানে আছি চেয়ে
পাতিয়ে আশার আসন।।
আমার কাজে ব্যস্ত থাকি তোমার কাজ না করি
কেমনে তোমার মন মতো হবো দয়াল হরি
দিয়ো দযা করে চরণতরী
নেই আমার সাধন ভজন।।
শ্রীধাম ওড়াকান্দি তোমার স্বরূপ চেহারা
যে দেখেছে সেই মজেছে হয়ে আপনহারা
তোমার নামে-প্রেমে মাতোয়ারা
গোলক তারক হীরামন।।
হুঁশিয়ার হরিচাঁদ ভক্তগণের ধরে
কূলের তরী খুলে দিলো মিলে এক বহরে
পাগল বিজয় কাঁদে পাছে পড়ে
হারায়ে গণের লগন।।