বিপদ সুপদ মন , উভয় একাকার ।
নিরাশা দরিয়ার মাঝে, দিয়াছি সাঁতার।।
সুমতি কুমতি দুজন, দ্বন্ধ ঘুচে হল এক মন,
হ‘য়ে তারা প্রেমের ভাজন, হ‘ল নির্ব্বিকার।।
ভক্তির কণ্টক যে পঞ্চজন, প্রেমানলে হল দাহন,
তাই দেখে ছয়জন, কাঁদে অনিবার।।
প্রেমানুরাগ হব বলে, ভাসিতেছে নয়ন জলে,
ঝাঁপ দিতে চায় প্রেম সলিলে, অকুল পাথার।।
প্রেম উন্মত্ত হয়ে সবে, হুঙ্কার ছারে সিংহরবে,
প্রাণ দিয়ে সেই প্রাণ বল্লতে, কামনা কি আর।।
ডেকে বলে তারকচন্দ্র, মহানন্দের কি আনন্দ,
দেখলি না অশ্বিনী অন্ধ, আনন্দ অপার।।