(রাগিণী প্রসাদী-তাল একতালা)
মনপাখী, বিপাকে পড়ে ঘুর না।
(যেন) তাঁর ইচ্ছা বিনা ভবে, কিছুই যে হবে না।।
যত আশা কর মনে, হবে না তাঁর ইচ্ছা বিনে,
দুরাশা ছাড়ি এক্ষণে, কর গুরুর চরণ সাধনা।।
তুমি কি করিতে পার, নাহি আশার সুসার,
অসার সংসারে আর, করো না মিছা ভাবনা।।
যে করে তাহারে স্মরি, নির্ভয়ে চালাও তরী,
বৃথা হাবু ডুকু করি, হা হুতাশে কেঁদ না।।
সত্য ইচ্ছা ঈশ্বরের, আর সব মিছা ফের,
পুতুল আপনা ভুলি, খেলিছে হয়ে খেলনা।।
মনোমোহন জেনে শুনে, পারে না ত্রিগুণের টানে,
শক্তিহীন সাধনে, সার করেছে মন্ত্রণা।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত