প্রমথ রঞ্জনের শুভ-পরিণয়
বিলাত হইতে ফিরি প্রমথ রঞ্জন।
বিবাহের লাগি কন্যা করে দরশন।।
কায়স্থ ব্রাহ্মণ আদি উচ্চ বর্ণ হ’তে।
প্রমথ রঞ্জনে চায় বহু কন্যা দিতে।।
তাহাতে না সুখী হ’ল প্রমথের মন।
স্বজাতির মধ্যে কন্যা করে অন্বেষণ।।
বরিশাল জিলা মধ্যে জব্দ কাঠি গ্রাম।
আনন্দ সাধক নামে অতি গুণধাম।।
অশ্বিনী সাধক নামে তার পুত্র যিনি।
তাঁহার তৃতীয়া কন্যা নামে বীণাপাণি।।
সেই কন্যা দেখিলেন প্রমথ রঞ্জন।
এতদিন পরে সুস্থ হ’ল তার মন।।
হর পক্ষে যথা গৌরী রাম পক্ষে সীতা।
“বশিষ্ঠেঃচ অরুন্ধতীঃ” ব্রাহ্মণের গীতা।।
রাজযোটকেতে হ’ল শুভ পরিণয়।
“বরপণ” বলে কিছু দাবী নাহি রয়।।
বিবাহ করিয়া লক্ষ্মী ঘরেতে আনিল।
বধূ দেখি গুরুচাঁদ সন্তুষ্ট হইল।।
বিয়া করে দেশে এল প্রমথ রঞ্জন।
এদিকে পড়িল সাড়া ভোটের কারণ।।