বিশ্ব জুড়িয়া আছো যদি মিশিয়া
তবে কেন খুঁজিয়া পাই না সন্ধান
শুধু চিনিতে তোমারে সব ফেলে দূরে
লেংটি পরে সেজেছি মাতাল দেওয়ান।।
কত শত সাধক সারা জীবন খুঁজে
সব কিছু হারাইয়া শেষে হারায় নিজেকে
শুধু তোমায় তোমায় বলে এই ভূমন্ডলে
গিয়াছে রসাতলে কত বুদ্ধিমান
শুধু চিনিতে তোমারে সব ফেলে দূরে
লেংটি পরে সেজেছি মাতাল দেওয়ান।।
আসলে বেরুপা তুমি খুঁজলে হবে কি
জেনেছি আপন অন্তরে সব ফাঁকিযুকি
যারে পাইনা ধ্যায়ানে ঘ্রানে স্বপনে
তারে পাবো কেমন করে অনুমানে
শুধু চিনিতে তোমারে সব ফেলে দূরে
লেংটি পরে সেজেছি মাতাল দেওয়ান।।
থাকলে আছো তুমি না থাকলে যাও
আমার কি ঠেকা হবে না করিলে রাও
তোমার মতে তুমি আর আমার মতে আমি
মাতাল কয় তাতে আমার
হবে কি লোকসানী
শুধু চিনিতে তোমারে সব ফেলে দূরে
লেংটি পরে সেজেছি মাতাল দেওয়ান।।