বিশ্ব ব্যাপিয়া তোমার ছবি, রেখেছ যদি আঁকিয়ে।
তবে কেন তাহার কালিমা রাশি, রয় না মম গায় মাখিয়া।।
খুঁজি কণ্টক জঙ্গলে, পত্র পুষ্প ফলে, স্বর্ণ পিতলে লোহায়
মৃদুল সমীরে, জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমানী গুহায়,
ধুলায় গড়াগড়ি যাই ‘কীটে পতঙ্গে যদি পাই
কিছু দেখি নাই তবু, পাই না যে কভু মিছে ম’লেম শুধু ডাকিয়ে।।
চন্দ্র-তপনে, তারকায় গগনে, কুয়াশার সনে মেঘমালায়
বাইবেল-কােরানে, বেদ-পুরাণে গায়কের গানে ঐ শোনা যায়,
কিন্তু কেউ না কিছু জানে লুকিয়ে রয়েছে কোন স্থানে
জালাল উদ্দীন কিসে, পাইবে গো দিশে এত পাপের দেশে থাকিয়ে৷৷