ভবঘুরেকথা

বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার,
কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার ॥

নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে-
মেলে আঁখি চেয়ে থাকি, পাই নে দেখা তার ॥

গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে,
জানি নে কোন্‌ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে।

কোন্‌ বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুভারে,
পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার ॥

……………………………….
রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ বৈশাখ, ১৩১৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!