ঈশ্বরতত্ত্ব বিস্মরণ হয় বিষয়সুখে বিভোর থাকলে।
তখন তাহার কথা প্রাণে জাগে দু:খের আঘাত বুকে লাগলে।।
সুখ হলে বিলাসের বাহন
বিনাশের করে আবাহন
ঐশ্বর্যের অসহৃ দাহন
চলতে নারে আত্ম সামলে,
দুখিজন পায় সুন্দর স্বভাব অভাবের মধ্যে ভাব জাগলে।।
মানুষ যখন দু:খে থাকে
দায় ঠেকিয়ে তারে ডাকে
তবু তো তাহারে রাখে
দু:খ কষ্টের শতদলে
শেষে স্বার্থ ধরে নিস্বাার্থের রূপ হয় তারে ডাকলে।।
এ সংসার ছেড়ে চলবে না
সংসারে সাধন হবে না
মাছ মারিবে জল ছুঁইবে না
করার মতো করতে পারলে
সে হয় পরকালে ধন্য অন্তর বাহির সমান রাখলে।।
কাজ না করে কথা কয়ে
গেলাম পরের কাছে ভালো হয়ে
বোঝা যায় ঠিক বিচারালয়ে
নিজের কাছে নিজে বসলে
পাগল বিজয় বলে, সারা যায় না ছাই দিয়ে আগুন ঢাকলে।।