(রাগিণী ঝিঁঝিট-তাল আড়া)
বিষয় বাসনা যোগে আছে তব প্রেম মুখ,
গরলে অমৃত রাশি উথলিয়ে দেয় সুখ।।
ঘুচাইতে মনভ্রান্তি, সংগ্রামে রয়েছে শান্তি,
বিষামৃত যোগে সদা, বিতরে প্রেম আলোক।।
স্বার্থ পরার্থরতা, সকলই সুখের বার্ত্তা,
অমৃত বরষে পিতা, নেহারি মাতার মুখ।।
প্রেম স্বার্থসিদ্ধি ভাবে, তারি কাজে মত্ত সবে,
পরার্থ পণ্ডিত ভাবে, অজ্ঞানী স্বার্থ সংযোগ।।
জ্ঞান অজ্ঞান যোগে, শুধু তাঁহারই শ্রীপদ মধু,
লভিছে জগতবাসী, নহে কেহ পরাঙ্মুখ।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত