বুঝবি রে গৌর প্রেমের কালে
বুঝবি রে গৌর প্রেমের কালে
আমার মত প্রাণ কাঁদিলে,
দেখা দিয়ে গৌর ভবের শহর
আড়ালে লুকালে।।
যেদিন হতে গৌর হেরেছি
আমাতে কি আমি আছি,
কী যেন কী হয়ে গেছি
প্রন কাঁদে গৌর বলে।।
তোমরা থাক জাত কুল লয়ে
আমি যাই চাঁদ গৌর বলে,
আমার দু:খ বুঝলি না রে
এক মরনে না মরিলে।।
চাঁদ মুখেতে মধুর হসি
আমি ঐ রূপ ভালোবাসি,
লোকে করে দ্বেষাদ্বেষী
গৌর বলে যাই গো চলে।।
একা গৌর নয় গৌরঙ্গ
নয় বাঁকা শ্যাম ত্রিভঙ্গ,
এমনই তার অঙ্গ গন্ধ
লালন কয় জগত মাতালে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….