ভবঘুরেকথা
পাগলা কানাই

পাগলা কানাই বলে ও মন রসনা
বুঝাইলে বুঝ মানে না।
ভবে আসা যাওয়া যে যন্ত্রণা।
জানলে আর ববে আসতাম না।
আসি বইলে আইছো ভবে ভাবছ যাওয়া হবে না।।

আশায় আশায় দিন ফুরালো
কাল শমন নিকটে আইলো
সরকারী শমন আইসে
যে সময় বাঁধবে কষে
কাঁদবি তুই একা বইসে
তোর কাঁদন কেউ তো শুনবে না।।

তাই বুঝে করো সাধনা
দিন অন্তে কেউ রবে না;
শুদ্ধ মায়ার প্রেমে খাও মিছরি দানা
ও কেবল গোবরের ছানা।
তাই বুঝিয়া সাধু মহন্ত অসাবধানে ডোবে না
কেউ হচ্ছে রাজ্য ত্যাগী, কেউ হচ্ছে অনুরাসী
কত জন হয় বৈরাগী সংসারের আশা রাখে না।
অধীন পাগলা কানাই কয়, মন পাগলা
কেনে করো অবহেলা,
চোখ বুঁজে দেখ ডুবলো বেলা,
ছাড়ো কাম-রসের খেলা,
শমন যদি দমন করো ভজরে চিকণ কালা
পাগলা কানাই কয়, শোন্ রে কোরবান আলী
বৃথা ভবে আইলি গেলি
আপন ধন পরকে দিয়ে, এখন কেঁদে লও ঝোলা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!