(রাগিণী মনোহরসাই-তাল খেমটা)
বুঝে বুঝলি না মনরে কানা।
বাজে খরচ ক’রে কেবল হারাইলি ষোল আনা।।
যা ছিল তা নিল টেনে, কাম কামিনী মদন বাণে;
আরো যা ছিল বিষয় গুণে টানতেছে বিপর্য্যয় টানা।।
শুন বলি ও আমার মন, ঠিক থাকে না তোমার ওজন,
কামিনী আর পেয়ে কাঞ্চন আহ্লাদে হলি আটখানা।।
চল্লিশ সেরে ঠিক হয় কাটা, বুঝিস না তুই পাগলা বেটা,
ঘুচায়ে দে সকল লেঠা, ওজন হ’য়ে ষোল আনা।।
মনের গুণে মনোমোহন, পেলে নারে গুরুর চরণ,
গুরুদত্ত অমূল্য ধন, হ’ল কেবল কানে শুনা।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত